হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৪, ০৪:০৫ পিএম
চলতি মৌসুমে হিমাগারে সংরক্ষিত আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কালাইয়ে হিমাগারের সামনে মানববন্ধন করেছেন আলুচাষিরা। রোববার দুপুর ১২টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরসভার আর বি কোল্ডস্টোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলুচাষি মো. আজিজ মণ্ডল, মো. ফজলুল হক, মো. রকি, মাফু, বেলাল হোসেন, রানা মিয়া, আবদুল মোত্তালেব, সাইফুল, জহুরুল, মোস্তাফিজুর রহমান, আয়নাল ও আলিম জানান, গত বছর আলু সংরক্ষণের ভাড়া ছিল প্রতি কেজি চার টাকা; প্রতি বস্তা ছিল ২৭০ থেকে ২৯০ টাকা। এবার প্রতি কেজি সাড়ে পাঁচ টাকা করা হয়েছে। প্রতি বস্তার মূল্য দাঁড়ায় ৩৫০ থেকে ৩৯০ টাকা।
গত বছর আলু সংরক্ষণের যে ভাড়া ছিল সে মূল্যে নির্ধারণের জন্য মানববন্ধনে দাবি করেন চাষিরা। মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন চাষিরা।