ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে আপিলে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেলেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ শামিনুর রহমান শামিম। তিনি প্রতীক পেয়েছেন টিয়া পাখি।
ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিনুর রহমানের কার্যালয়ে দীর্ঘ শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ও বহাল ঘোষণা করা হয়। তার প্রার্থিতা ফিরে পাওয়াড ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নতুন মোড় নিল বলে ভোটারদের ধারণা।
এ ব্যাপারে ভাইস-চেয়ারম্যান প্রার্থী শামিনুর রহমান শামিম বলেন, আমার ব্যাপক জনপ্রিয়তা দেখে একটি বিশেষ মহল ষড়যন্ত্র করে উপজেলা তরকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাছাইপর্বে আমার প্রার্থিতা বাতিল করে।
এ ব্যাপারে ধামরাই সহকারী রিটার্নিং কর্মকর্তা খান মো. আব্দুল্লা আল মামুন বলেন, কারও প্রতি আমাদের কোনো বিরূপ মনোভাব নেই। যথাযথ আইন মেনে আমরা যাচাই বাছাই করেছি। যারা বৈধ হয়েছেন তাদের বৈধ ঘোষণা করেছি। আর যারা অবৈধ হয়েছেন তাদেরটা অবৈধ ঘোষণা বা বাতিল করা হয়েছে। কেউ যদি আপিল করে প্রার্থিতা বহাল করেন এ তো আমাদের কোনো আফসোস বা প্রতিহিংসা নেই। আমরা চাই সুন্দর সুস্থ প্রতিযোগিতামূলক অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।