![গুরুদাসপুরে বাড়িছাড়া ছয় পরিবার](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/05/19/image-806696-1716062368.jpg)
জমির সীমানা নিয়ে দ্বন্দ্বের পর থেকে প্রভাবশালীদের অত্যাচারে পাঁচ মাস ধরে বাড়িছাড়া ছয় পরিবার। ভুক্তভোগী পরিবারগুলো রাজনৈতিক নেতাকর্মীদের কাছে ধরনা দিয়ে সমাধান পাননি, এমনকি প্রতিকার মেলেনি থানায় অভিযোগ দিয়েও।
বাধ্য হয়ে বাড়িতে ফেরার আকুতি জানিয়েছে গণমাধ্যম কর্মীদের কাছে। গুরুদাসপুর পৌর সদরের খলিফা পাড়া মহল্লায় একটি বাড়িতে শনিবার সংবাদ সম্মেলন করে আকুতি জানান গণমাধ্যম কর্মীদের কাছে।
পাঁচ মাস ধরে পরিবারের ২৬ সদস্য নিয়ে ভুক্তভোগী জাহিদুল, হটু মণ্ডল, রুহুল, রতন, সোহেল ও তাদের বাবা দেরেস মণ্ডল আশ্রয় নিয়েছেন সেখানে। ভুক্তভোগীরা ও তাদের প্রতিপক্ষ মতিউর তালুকদার পৌর সদরের চাঁচকৈড় পুড়ান পাড়া মহল্লার বাসিন্দা।
ভুক্তভোগী পরিবারের আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের নির্যাতনের শিকার হোসেল মণ্ডল বলেন, তুচ্ছ বিষয় নিয়ে প্রতিবেশী মতিউর তালুকদারের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেই দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়। এরপর প্রতিপক্ষের দেওয়া মিথ্যা মামলায় হাজতবাসের পরও নিজেদের ঘর-বাড়িতে ফিরতে পারছেন না তারা।
বৃদ্ধ দেরেস মণ্ডল নিজেদের বসতবাড়িতে ফেরার আকুতি জানিয়ে বলেন, বাড়িতে ফিরতে গেলে প্রাণনাশের হুমকি দিচ্ছেন প্রতিপক্ষ গোলাপ তালুকদার, মাসুদ রানা, ছাইদুল ইসলাম, মাহাবুব ও মতিউর রহমান। এমনকি নারীরা বসতবাড়িতে গেলে বিভিন্নভাবে ভয়ভীতিও দেখানো হচ্ছে। এসব কারণে তারা ভয়ে নিজেদের বাড়িতে যেতে পারছেন না। নিজেদের বাড়িতে ফিরতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
প্রতিপক্ষের পক্ষে ছাইদুল ইসলাম ও মাসুদ রানা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক কারণে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এ নিয়ে তারা আদালতে মামলা করেছেন। বাড়িতে ফিরতে প্রতিপক্ষকে বাধা দেননি তারা।
গুরুদাসপুর থানার ওসি উজ্জল হোসেন বলেন, ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ তিনি পেয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।