ভাঙ্গা-যশোর নতুন রেললাইন চালু হবে অক্টোবরে: রেলমন্ত্রী
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৪, ০১:৩৯ এএম
ভাঙ্গা-যশোর নতুন রেললাইন চালু হবে অক্টোবরে এবং ভাঙ্গার বামনকান্দা রেল জংশন স্টেশনে নির্মিত আইকন আদলের টাওয়ারের কাজ সেপ্টেম্বরে শেষ হবে।
ফরিদপুর সদরের চন্দনায় ট্রেন থামানোর দাবিতে যে আন্দোলন হয়েছিল তাদের আর আন্দোলন করতে হবে না। সেখানে রেল থামানো হবে।
শনিবার সন্ধ্যায় ভাঙ্গার বামনকান্দা রেল জংশন স্টেশন পরিদর্শনে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল সড়কের কাজ চালু করার সিদ্ধান্ত দ্রুত নেওয়া হবে। ভাঙ্গা থেকে যশোর হয়ে বেনাপোল রেলপথে নতুন ট্রেন দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন রেল সচিব হুমায়ুন কবির, প্রকল্প পরিচালক আফজাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খোদা, রেল প্রকল্পের সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা, চায়না সিআরইসি কোম্পানির বিভিন্ন কর্মকর্তা ও রেল প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা।