ভোলা সদর উপজেলা নির্বাচনে টানা তৃতীয় জয়ে আশাবাদী মোশারেফ
যুগান্তর প্রতিবেদক, ভোলা
প্রকাশ: ১৮ মে ২০২৪, ০৮:১৯ পিএম
প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে আসন্ন ভোলা সদর উপজেলা নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচার-প্রচারণায় রয়েছেন দুইজন।
দুইজনের মধ্যে সদর উপজেলার টানা দুইবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন লড়ছেন আনারস প্রতীক নিয়ে। আর সদর উপজেলার টানা তিনবারের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুছ লড়ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে।
সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে নিয়েই ভোলার নির্বাচনী মাঠ এখন সরগরম। নির্বাচনে জয়ের জন্য দুই প্রার্থীই সমানতালে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন ২০১৪ সালে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৯ সালের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। টানা দুই মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সদর উপজেলার জনগণের সেবা করে আসছেন। তৃতীয়বারের মতো চেয়ারম্যান প্রার্থী হিসেবে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
প্রথমবার তার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিভিন্ন দলের সমর্থিত প্রার্থীরা থাকলেও এবার তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন নিজ দলের ও সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। তাই নির্বাচনে জয়ের লক্ষ্যে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিগত ১০ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে ভোটারদের কাছে ভোট চাইছেন।
সাধারণ ভোটাররা বলছেন, মোশারেফ হোসেন একজন সৎ, ভদ্র ও দক্ষ মানুষ। তার কাছে বিগত ১০ বছর সাধারণ মানুষ গিয়ে কখনই নিরাশ বা খালি হাতে ফিরে আসেননি। তিনি সব সময়ই সাধারণ মানুষের পক্ষে ছিলেন। সত্যকে সত্য বলেছেন। তিনি দুইবার উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় সব শ্রেণির মানুষের জন্য তার দুয়ার সব সময় খোলা ছিল। সব সময়ই মানুষের কল্যাণে কাজ করেছেন তিনি। তাই এবারো তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন তারা।
চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন বলেন, প্রতিদিন সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রচারণা চালাতে গিয়ে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষের এতো সাড়া তা আমি চিন্তাও করতে পারি নাই। আমি আশাআবাদী আগামী ২১ মে নির্বাচনে আনারস মার্কা জয়যুক্ত হবে। আমি বিগত ১০ বছর চেয়ারম্যান থাকাকালীন ভোলার বিভিন্ন উন্নয়নের পাশাপাশির গ্রামের মানুষের নিরাপদ পানির জন্য পর্যাপ্ত টিউবওয়েলে ব্যবস্থা করেছি। আরো কিছু টিউবওয়েলের চাহিদা রয়েছে। আমি নির্বাচিত হতে পারলে সেটিরও সমাধান করা হবে।
উল্লেখ্য, ভোলা সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে মোশারেফ হোসেন, মোটারসাইকেল প্রতীকে মো. ইউনুছ ও দোয়াত কলম প্রতীকে মোহাম্মদ ইউছুফ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে এসএম আলী নেওয়াজ পলাশ, চশম প্রতীকে মো. আজিজুল ইসলাম, বই প্রতীকে মো. মিজানুর রহমান ও টিউবওয়েল প্রতীকে মো. হুমায়ুন কবির প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে ছালেহা আখতার চৌধুরী, পদ্মফুল প্রতীকে জান্নাতুল ফেরদৌস জুবলী, প্রজাপতি প্রতীকে ফরিদা ইয়াছমিন, বৈদ্যুতিক পাখা প্রতীকে ফারাহ আক্তার (নিশা), ফুটবল প্রতীকে রাবেয়া বসরী ও কলস প্রতীকে রেহানা ফেরদৌস প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ২১ মে এই উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।