Logo
Logo
×

সারাদেশ

অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে সেমিনার, ৩২ রোহিঙ্গা আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৪, ১২:১৬ এএম

অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে সেমিনার, ৩২ রোহিঙ্গা আটক

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে গিয়ে সেমিনার করার সময় ৩২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বা প্রশাসনের অনুমতি ছাড়াই কক্সবাজারের উখিয়ায় একটি ভবনে সেমিনার করছিল রোহিঙ্গারা। খবর পেয়ে দুপুর ১২টার দিকে রাজাপালং ইউনিয়নের আদালতপাড়া সংলগ্ন ওই ভবনে অভিযান চালায় পুলিশ।

উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, ‘ওই ভবনে গ্লোবাল ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে একত্রিত হয় রোহিঙ্গারা। ভবনের একটি কক্ষে সবাই ভিডিও কনফারেন্সে ট্রেনিং ও সেমিনার শুরু করে। কিন্তু তাদের কাছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বা স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি ছিল না। তাই প্রাথমিকভাবে সেমিনার থেকে ৩২ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ২টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর, ৩২টি মোবাইল ও প্রতিষ্ঠনাটির বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।

শামীম হোসেন বলেন, রোহিঙ্গাদের উখিয়া থানায় এনে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সেমিনারের কারণ এবং কর্মকাণ্ড তদন্ত করা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম