Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে যুব অধিকার পরিষদ সভাপতি ওয়াকিলকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৭ মে ২০২৪, ১০:৪৩ পিএম

রাজশাহীতে যুব অধিকার পরিষদ সভাপতি ওয়াকিলকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

যুব অধিকার পরিষদের রাজশাহী জেলা কমিটির সভাপতি আবদুল ওয়াকিল ওরফে রাসেলকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওয়াকিলের বাড়ি রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারী মহল্লায়।

ওয়াকিলের বাবার নাম আবদুল হামিদ। ওয়াকিল স্থানীয় একটি কিন্ডার গার্টেন (কেজি) স্কুলের শিক্ষক। এ স্কুলে ঝামেলা হয়েছে জানিয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে বাসা থেকে ওয়াকিলকে তুলে নিয়ে যাওয়া হয়। শুক্রবার পর্যন্ত পরিবারের সদস্যরা ওয়াকিলের কোনো খোঁজ পাননি।

ওয়াকিলের স্ত্রী শ্যামলী খাতুন জানান, বৃহস্পতিবার ভোরে সাদা পোশাকে সাত-আটজন ব্যক্তি তাদের বাসায় যান। তারা অটোরিকশাযোগে এসেছিলেন। ওয়াকিলকে নিয়ে তারা অটোরিকশাতেই ফিরেছেন। যারা বাসায় এসেছিলেন তারা নিজেদের সিআইডি সদস্য হিসাবে পরিচয় দিয়েছিলেন। স্কুলে ঝামেলার কথা জানিয়ে তুলে নেওয়া হলেও সেখানে কোনো ঝামেলা হয়নি।

পরিবারের সদস্যরা বৃহস্পতিবার সারাদিন সিআইডি কার্যালয় ও থানাসহ অন্যান্য স্থানে খোঁজ নিয়েও ওয়াকিলের কোনো সন্ধান পাননি। এ বিষয়ে তারা থানায় সাধারণ জিডি করার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে সিআইডির রাজশাহী জেলা ও মহানগরের বিশেষ পুলিশ সুপার আবদুল জলিল বলেন, গত এক সপ্তাহে আমরা কাউকে গ্রেফতার করিনি। আবদুল ওয়াকিলকেও আমরা তুলে আনিনি। অন্য কেউ তুলে নেওয়ার সময় সিআইডির নাম বলতে পারে।

নগরীর মতিহার থানার ওসি শেখ মো. মোবারক পারভেজ বলেন, ওয়াকিল আমাদের কাছে নেই। আমরা তার বিষয়ে কিছু জানি না। নিখোঁজের বিষয়ে কোনো জিডিও হয়নি। পরিবারের পক্ষ থেকে জিডি হলে আমরা তার সন্ধান পেতে কাজ করতে পারি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম