Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৪, ১২:৪৯ এএম

টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত পৌঁনে ১১টার দিকে টঙ্গীর সিলমুন মোল্লার গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার পর টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুন লেগে কেউ হতাহত হয়েছেন এমন কোন তথ্য পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ আব্দুল হামিদ লিচু মিয়ার প্লাস্টিক কারখানার ভেতরে ধোয়ার কুণ্ডলী দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

কারখানা মালিক আব্দুল হামিদ লিচু মিয়া বলেন, আমার কারখানাটিতে প্লাস্টিকের বস্তা ও বিভিন্ন বোতল গলিয়ে প্লাস্টিকের দানা তৈরি করা হতো। আজ আগুনে কারখানার মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে। 

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, কারখানাটিতে প্লাস্টিকের দানা তৈরি করা হতো। আগুনের খবর পেয়ে প্রায় এক ঘন্টা যাবত আমাদের তিনটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম