Logo
Logo
×

সারাদেশ

দীর্ঘ আইনি লড়াইয়ের দুবছর পর চেয়ারম্যান পদ ফিরে পেলেন ফরিদ

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৪, ১১:১০ পিএম

দীর্ঘ আইনি লড়াইয়ের দুবছর পর চেয়ারম্যান পদ ফিরে পেলেন ফরিদ

ঈশ্বরগঞ্জের ৬ নং মাইজবাগ ইউপি চেয়ারম্যান দীর্ঘ ২ বছর ১ মাস ১৬ দিন পর আদালতের আদেশ পেয়ে চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন।

বুধবার ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেয়ারম্যান হিসেবে ফরিদ মিয়াকে শপথ করান। 

জানা যায়, ২০২২ সালে ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাবুল মিয়া ভোট পান ৫ হাজার ২৩৫ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরিদ মিয়া ভোট পায় ৫হাজার ২২৯ সহকারী রিটানিং অফিসার ৬ ভোটের ব্যবধানে  ছায়েদুর রহমান বাবুলকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করেন। পরে ঘোষিত পরাজিত প্রার্থী ফরিদ মিয়া নির্বাচন কমিশন ট্রাইবুনালে ওই ঘোষণার বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত পুনরায় ভোট গণনা আদেশ দেয় নির্বাচন কমিশনকে। পুনর্গণনায় ফরিদ মিয়া ২৬৫ বেশি পাওয়ায় তাকে মাইজবাগ ইউনিয়নের চেয়ারম্যান বিজয়ী ঘোষণা করেন। নিন্ম আদালতের রায়ের বিরুদ্ধে ছায়েদুর রহমান বাবুল উচ্চ আদালত হাইকোর্টে আফিল করায় আদাল ট্রায়বুনালের আদেশটি স্ট্রে করেন। এর পর দীর্ঘ শুনানির পর গত ২৫-৪-২৪ স্থানীয় সরকার বিভাগের ১ শাখা থেকে ৩৭১ সারকে এস এম নাজমুস ছালেহীন সহকারী পরিচালক স্থানীয় সরকার বিভাগের নির্দেশের বুধবার ফরিদ মিয়াকে চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করান ময়মনসিংহের জেলা প্রশাসক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম