অনলাইনে পোর্ট ট্যাক্স দিতে পারবেন পাসপোর্ট যাত্রীরা
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৪, ১১:০১ পিএম
ভারত ভ্রমণে পাসপোর্টধারীদের যাত্রা সহজ ও ভোগান্তি কমাতে অনলাইনে যাত্রীদের পোর্ট ট্যাক্স আদায়ের উদ্বোধর করা হয়েছে। এখন থেকে পাসপোর্ট যাত্রীরা অনলাইনে পোর্ট ট্যাক্স দিতে পারবেন।
বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেছেন। বেনাপোলসহ বাংলাবান্ধা, বুড়িমারী ও নাকুগাঁও স্থলবন্দরের যাত্রীরা এ সুবিধার আওতায় আসবেন বলে তিনি জানান।
রোববার দুপুর ১২টার দিকে অনলাইনে এই পোর্ট ট্যাক্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন করা হয়। ইস্যুর দিন থেকে ৭ দিন পর্যন্ত এই পোর্ট ট্যাক্সের মেয়াদ থাকবে।
যাত্রীদের পোর্ট ট্যাক্সের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা হেড অফিসে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) মোহাম্মদ জাহাঙ্গীর কবীর।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম বলেন, ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বেনাপোল স্থলবন্দর যাত্রী টার্মিনাল থেকে পাসপোর্টধারীদের পোর্ট ট্যাক্স পরিশোধ করতে হতো। এখন থেকে দেশের যেকোনো স্থান থেকে অনলাইনে পোর্ট ট্যাক্স কেটে আসতে পারবেন।
সূত্র জানায়, ফটকে নিরাপত্তাকর্মীদের সেই রসিদ দেখিয়ে যাত্রীরা আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল ভবনে প্রবেশ করেন। এরপর কাস্টমসের কার্যক্রম সম্পন্ন করে যাত্রীরা পুনরায় নিরাপত্তাকর্মীদের রসিদ দেখিয়ে পাশের ভবনে অবস্থিত বহির্গমন (ইমিগ্রেশন) বিভাগে প্রবেশ করেন। বহির্গমন বিভাগে কার্যক্রম সম্পন্ন করে যাত্রীরা আন্তর্জাতিক শূন্যরেখা দিয়ে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে প্রবেশ করেন।
ভারতগামী যাত্রীরা http://passenger.blpa.gov.bd লিংকে প্রবেশ করে নিজে নিজেই ফরম পূরণ করে অনলাইনে যাত্রী সুবিধা ফি প্রদান করবেন। যাত্রীরা তাদের মোবাইল ফোন দিয়ে বিকাশ, নগদ, উপায়, রকেট, মাস্টার কার্ড ও ভিসা কার্ড দিয়ে ফি প্রদান করতে পারবেন।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কেন্দ্রীয়ভাবে একটিমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করে বেনাপোল, বাংলাবান্ধা, বুড়িমারী ও নাকুগাঁও স্থলবন্দরে যাত্রী সুবিধা ফি অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতগামী যাত্রী নিজেই ফরম পূরণ করে অনলাইনে যাত্রী সুবিধা ফি প্রদান করতে পারবেন। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। অনলাইনে ফি প্রদানের পর রসিদ সাত দিন পর্যন্ত বলবত থাকবে।
রেজাউল করিম আরও বলেন, আমাদের লক্ষ্য পুরোপুরি অনলাইনে যাত্রী সুবিধা ফি আদায়ের। তবে আপাতত কিছুদিন আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের কাউন্টারেও এ ফি নেওয়া হবে।