Logo
Logo
×

সারাদেশ

বোনের মুখে শুনে প্রস্তুতি, জন্মান্ধ চা বাগান কন্যার এসএসসি জয়

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৪, ১০:২৫ পিএম

বোনের মুখে শুনে প্রস্তুতি, জন্মান্ধ চা বাগান কন্যার এসএসসি জয়

জন্ম থেকেই অন্ধ, বেড়ে ওঠা চা বাগানের দরিদ্র পরিবারে। তবে জীবনযুদ্ধে এগিয়ে যেতে চান অনেকদূর। তাইতো শত বাধা উপেক্ষা করে চালিয়ে গেছেন লেখাপড়া। বোনের মুখে শুনে শুনে আত্মস্থ করেছেন নিজের পড়া। ফলও পেয়েছেন তিনি।

শ্রুতিলেখকের সাহায্যে পরীক্ষা দিয়ে এসএসসিতে জিপিএ ৩.৮৮ পেয়েছেন জন্মান্ধ লিমা বেগম। হবিগঞ্জের চুনারুঘাটের তাহের শামছূননাহার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন তিনি।

জানা গেছে, উপজেলার চন্ডিছড়া চা বাগানের হতদরিদ্র দেলোয়ার মিয়ার মেয়ে লিমা বেগম। লিমার বড়বোনও এবার পরীক্ষা দিয়েছেন। বোনের মুখে শুনে শুনে নিজের পড়া আত্মস্থ করেছেন লিমা। লিমার ইচ্ছা উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া।

লিমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব বলেন, ইচ্ছা থাকলে যে সবকিছু করা সম্ভব, তার প্রমাণ লিমা। চা বাগানের ছেলেমেয়েদের মধ্যে সে দৃষ্টান্ত স্থাপন করেছে। সবার সহযোগিতা পেলে সে আরও এগিয়ে যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম