Logo
Logo
×

সারাদেশ

এসএসসিতে চট্টগ্রাম বোর্ডে পাশের হার বেড়েছে সাড়ে ৪ শতাংশ

Icon

এম এ কাউসার, চট্টগ্রাম

প্রকাশ: ১২ মে ২০২৪, ১০:১৩ পিএম

এসএসসিতে চট্টগ্রাম বোর্ডে পাশের হার বেড়েছে সাড়ে ৪ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলে এবার পাশের হার আগের বারের চেয়ে প্রায় সাড়ে ৪ শতাংশ বেড়েছে। গত বছর বোর্ডের পাশের হার ছিল ৭৮ দশমিক ২৯ শতাংশ। এবার তা বেড়ে ৮২ দশমিক ৮০ শতাংশ হয়েছে।

তবে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী। এবার তা কমে ১০ হাজার ৮২৩ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া এবার পাশ এবং জিপিএ-৫ প্রাপ্তদের দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

রোববার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এএমএম মুজিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

এদিকে ফল প্রকাশের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মেতে ওঠে আনন্দে। নেচে-গেয়ে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে সবাই সাফল্য উদযাপন করে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে বয়ে যায় আনন্দের বন্যা।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগির সরকারি বালিকা বিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়সহ ভালো ফল অর্জন করা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলো ছিল আনন্দমুখর।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বছর চট্টগ্রামে ১ লাখ ৪৫ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে পাশ করেছে ১ লাখ ২০ হাজার ৮৭ জন। চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা ও কক্সবাজার মিলিয়ে এবার পাশের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৪ দশমিক ৫২ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৮৪ দশমিক ১১ শতাংশ এবং মানবিক বিভাগে ৭৩ দশমিক ২৩ শতাংশ।

এছাড়া জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে পেয়েছে ৯ হাজার ৫৮৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৯৭ জন আর মানবিকে ১৩৭ জন। ছাত্র পাশের হার ৮২ দশমিক ২৯ শতাংশ এবং ছাত্রী পাশের হার ৮৩ দশমিক ২১ শতাংশ।

এ বছর জিপিএ-৫ পাওয়া ১০ হাজার ৮২৩ জনের মধ্যে ৫ হাজার ৭৩ জন ছাত্র ও ৫ হাজার ৭৫০ জন ছাত্রী রয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এএমএম মুজিবুর রহমান যুগান্তরকে বলেন, করোনাকালের দুই বছর কাটিয়ে এবার শিক্ষার্থীদের মাঝে স্বাভাবিক অবস্থা ফিরেছে। এছাড়া এবার পাবর্ত্য তিন জেলার ফলাফল ভালো হওয়ায় সার্বিকভাবে পাশের হার বেড়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম