Logo
Logo
×

সারাদেশ

এমপির ছেলে-শাশুড়ির মনোনয়ন প্রত্যাহার, মাঠে শ্যালক

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১২ মে ২০২৪, ১০:১০ পিএম

এমপির ছেলে-শাশুড়ির মনোনয়ন প্রত্যাহার, মাঠে শ্যালক

বগুড়ায় তৃতীয় ধাপে শেষ দিন রোববার শিবগঞ্জ উপজেলায় স্থানীয় সংসদ-সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর ছেলে হুসাইন শরীফ সঞ্চয় ও শাশুড়ি ফাতেমা বেগম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মাঠে থাকলেন তার শ্যালক বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজার রহমান মোস্তা।

বগুড়া সদর, শিবগঞ্জ ও শাজাহানপুর তিন উপজেলায় তিন পদে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদ এ তথ্য দিয়েছেন।

শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির সংসদ-সদস্য জিন্নাহার শ্যালক বর্তমান চেয়ারম্যান রিজু, ছেলে সঞ্চয় ও শাশুড়ি ফতেমা মনোনয়ন জমা দেওয়ায় নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। তখন অনেকে বলছিলেন, কোনো কারণে এমপির শ্যালক রিজুর মনোনয়ন বাতিল হলে সেখানে ছেলে সঞ্চয় বা শাশুড়ি প্রার্থিতা রাখবেন। শেষ পর্যন্ত রিজুর প্রার্থিতা বহাল থাকায় তার (রিজু) মা ও ভাগ্নে মনোনয়ন প্রত্যাহার করেছেন।

রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদ জানান, সর্বশেষ ১২ মে প্রত্যাহারের শেষ দিন ৪৯ জন প্রার্থীর মধ্যে শিবগঞ্জে চেয়ারম্যান পদে নানি ফাতেমা ও নাতি সঞ্চয় তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে এখন তিন উপজেলায় চেয়ারম্যান পদে নয় জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রইলেন।

সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সর্বশেষ ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম