এমপির ছেলে-শাশুড়ির মনোনয়ন প্রত্যাহার, মাঠে শ্যালক

বগুড়া ব্যুরো
প্রকাশ: ১২ মে ২০২৪, ১০:১০ পিএম

বগুড়ায় তৃতীয় ধাপে শেষ দিন রোববার শিবগঞ্জ উপজেলায় স্থানীয় সংসদ-সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর ছেলে হুসাইন শরীফ সঞ্চয় ও শাশুড়ি ফাতেমা বেগম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মাঠে থাকলেন তার শ্যালক বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজার রহমান মোস্তা।
বগুড়া সদর, শিবগঞ্জ ও শাজাহানপুর তিন উপজেলায় তিন পদে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদ এ তথ্য দিয়েছেন।
শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির সংসদ-সদস্য জিন্নাহার শ্যালক বর্তমান চেয়ারম্যান রিজু, ছেলে সঞ্চয় ও শাশুড়ি ফতেমা মনোনয়ন জমা দেওয়ায় নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। তখন অনেকে বলছিলেন, কোনো কারণে এমপির শ্যালক রিজুর মনোনয়ন বাতিল হলে সেখানে ছেলে সঞ্চয় বা শাশুড়ি প্রার্থিতা রাখবেন। শেষ পর্যন্ত রিজুর প্রার্থিতা বহাল থাকায় তার (রিজু) মা ও ভাগ্নে মনোনয়ন প্রত্যাহার করেছেন।
রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদ জানান, সর্বশেষ ১২ মে প্রত্যাহারের শেষ দিন ৪৯ জন প্রার্থীর মধ্যে শিবগঞ্জে চেয়ারম্যান পদে নানি ফাতেমা ও নাতি সঞ্চয় তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে এখন তিন উপজেলায় চেয়ারম্যান পদে নয় জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রইলেন।
সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সর্বশেষ ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে।