Logo
Logo
×

সারাদেশ

যোগ্য নাগরিক গড়ে তোলেন শিক্ষকরাই :ব্যারিস্টার আনিস

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৪, ১১:১৩ পিএম

যোগ্য নাগরিক গড়ে তোলেন শিক্ষকরাই :ব্যারিস্টার আনিস

ফাইল ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, পিতামাতা সন্তান জন্ম দিয়ে থাকেন, আর এই সন্তানদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলেন শিক্ষকরা। 

শনিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি হাটহাজারী শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন।

সংগঠনের উপজেলা শাখার ফিরোজ চেৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রণজিত্ কুমার নাথ। প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত নিউরোসার্জন ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের  সভাপতি অধ্যাপক ডা. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান।

সম্মানিত অতিথি ছিলেন বিটিএ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহ, যুগ্ম সম্পাদক শিমুল কানি্ত মহাজন, উত্তর জেলার সহসভাপতি শহীদুল ইসলাম, উত্তর জেলার সম্পাদক জাকের হোসেন ও হাটহাজারী উপজেলার প্রাক্তন সভাপতি এমরান হোসেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম