Logo
Logo
×

সারাদেশ

অন্তঃসত্ত্বা নারীর পেটে প্রতিবেশীর ইটের আঘাত, অতঃপর... 

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৪, ০৭:৪২ পিএম

অন্তঃসত্ত্বা নারীর পেটে প্রতিবেশীর ইটের আঘাত, অতঃপর... 

ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় টিউবওয়েল থেকে খাবার পানি সংগ্রহ করতে গিয়ে প্রতিপক্ষের ইটের আঘাতে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীর অকাল গর্ভপাতের ঘটনা ঘটেছে। এতে জন্মের ১০ ঘণ্টা পর ভূমিষ্ট শিশুপুত্রের মৃত্যু হয়। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু সনদ প্রদান করেছেন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কোনাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার হাসান আলী পাড়ায় এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন: জামাইকে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, বিপাকে শশুরবাড়ির লোকজন

গৃহবধূ ইয়াসমিন আক্তার যুগান্তরকে বলেন, ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। খাওয়ার পানির জন্য প্রতিবেশী বশির আলমের টিউবওয়েলে গেলে বশির আলম তার পূত্র রুবেল ও পুত্রবধূ আনারকলি অকথ্য ভাষায় গালাগাল করে। এসময় তাকে ইট দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। ফলে তার প্রসব বেদনা শুরু হয়। পরে তাকে উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ৮ মাসের পূত্র সন্তানের জন্ম হয়। 

শিশুটির আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনিবার ভোর চারটার সময় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান গৃহবধূর স্বামী শফিউল আলম। 

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম