
প্রিন্ট: ০৪ মার্চ ২০২৫, ০৩:৩৪ পিএম
রাষ্ট্রীয় মর্যাদায় খাদ্যমন্ত্রীর ভাই ধীরেশ চন্দ্র মজুমদারের দাহ সম্পন্ন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৪, ০৭:৪১ পিএম

ফাইল ছবি
আরও পড়ুন
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ধীরেশ চন্দ্র মজুমদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। শুক্রবার সকালে শিবপুর শ্মশানে তার লাশ দাহ করা হয়।
এর আগে পুলিশের একটি দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ, ওসি মাইদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে আত্মীয়স্বজনরা তার দাহ সম্পন্ন করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী,২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে গতকাল ধীরেশ চন্দ্র মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
এক শোকবার্তায় তিনি ধীরেশ চন্দ্র মজুমদারের আত্মার চির শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।