ভোটার নেই, কেন্দ্রে আনসার সদস্যদের রান্নার আয়োজন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৪, ১১:১১ পিএম
ভোটার উপস্থিতি একেবারেই কম। অনেক সময় বিরতি দিয়ে দুই একজন কেন্দ্রে প্রবেশ করেন। এমন পরিস্থিতিতে দুপুরে রান্না-বান্নার আয়োজন করেন কেন্দ্রের দায়িত্ব থাকা আনসার সদস্যরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমন দৃশ্য দেখা গেছে।
এদিকে বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর ও জামালপুর ইউনিয়নের এলাকায় বিক্ষিপ্ত ঘটনায় ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় শোয়াইব (২১) নামের এক যুবককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। কোথাও অনিয়ম বিশৃঙ্খলার খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন দ্রুত সেখানে ছুটে যান।
সহকারী রিটার্নিং ও কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৯০টি ভোট কেন্দ্রের ৫৪৫টি কক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।