Logo
Logo
×

সারাদেশ

হোটেলে আগুন, ধোঁয়ায় দম বন্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ মে ২০২৪, ১০:৫১ পিএম

হোটেলে আগুন, ধোঁয়ায় দম বন্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে আবাসিক হোটেলে লাগা আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে বৃদ্ধ আবদুল বারেকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে নগরীর পাহাড়তলী থানার অলঙ্কার মোড়ে ‘হোটেল রোজ ভিউ’তে এই আগুন লাগে। বারেক চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, হোটেলটির স্টোররুমে রাত ১২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে ১টার দিকে আগুন নেভায়। হোটেলের স্টোররুমের পাশে ৩০৬ নম্বর কক্ষ থেকে বোর্ডার বারেকের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। রুমের মধ্যে আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
 
পাহাড়তলী থানার ওসি কেপায়েত উল্লাহ জানান, লাশের ময়নাতদন্ত হয়েছে। অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম