ময়মনসিংহে অস্ত্র মামলায় যুবলীগ নেতার কারাদণ্ড
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০৮ মে ২০২৪, ১০:৩৩ পিএম
![ময়মনসিংহে অস্ত্র মামলায় যুবলীগ নেতার কারাদণ্ড](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/05/08/image-803059-1715185982.jpg)
অস্ত্র মামলায় ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৯ নাম্বার ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর এবং সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রাশেদুজ্জামান নোমানের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার ময়মনসিংহের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নব বেগম এ রায় ঘোষনা দেন। সে নগরীর গন্ডপা এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।