Logo
Logo
×

সারাদেশ

ভোটকেন্দ্রে অসুস্থ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, হাসপাতালে মৃত্যু

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০৩:৫৪ পিএম

ভোটকেন্দ্রে অসুস্থ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, হাসপাতালে মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্ব পাওয়া মোহাম্মদ নুর উদ্দিন (৫৫) নামে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার রাত ৯ টার দিকে তিনি উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে তিনি মারা যান।

মারা যাওয়া সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ নূর উদ্দিন উপজেলার ১১ নম্বর ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। 

বুধবার সকাল থেকে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তিনি মারা গেছেন বলে পরিবারের লোকজন ধারণা করছেন।

সকালে ষাটনল গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শুভ্রত দাস জানান, রাত ৯টার দিকে উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র প্রস্তুতের কাজ দেখভাল করছিলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ নূর উদ্দিন। রাত ৯টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। কয়েকবার বমি করার পর চেতনা হারিয়ে ফেলেন। গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকজন সহকর্মী ও পরিবারের লোকজন মোহাম্মদ নূর উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম