Logo
Logo
×

সারাদেশ

পবিপ্রবির শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ০৬ মে ২০২৪, ১০:১৫ পিএম

পবিপ্রবির শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ উঠেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি হেলথ অ্যান্ড হাইজিন বিভাগের শিক্ষক লিটন চন্দ্র সেনের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রেজিস্টার বরাবর আবেদন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

২৭ এপ্রিল শিক্ষক লিটন চন্দ্র সেন তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লেখেন যেখানে দোয়া দুরুদ পড়লেই বৃষ্টি হয়, সেখানে এত তাপপ্রবাহ কেন? এরপর মুহূতেই এ পোস্ট ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শিক্ষক সমিতি এ ঘটনায় লিটন সেনের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে যথাযথ ব্যবস্থা গ্রহণে জন্য রেজিস্টার বরাবর চিঠি দিয়েছে। চিঠিতে তারা এ ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করেন।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক লিটন চন্দ্র সেনের সঙ্গে যোগাযোগ করতে তার নাম্বারে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম