Logo
Logo
×

সারাদেশ

ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, ২ কৃষি শ্রমিক নিহত

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৪, ০৩:৫০ এএম

ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, ২ কৃষি শ্রমিক নিহত

জয়পুরহাটে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে কৃষি ২ কৃষি শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার জয়পুরহাট-আক্কেলপুর সড়কের দাদড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত কৃষি শ্রমিকরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার সালুয়া গ্রামের জীতেন বর্মন (৪১) ও বড় মানিক গ্রামের ইদ্রিস আলী (৩৩)। 

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নওগাঁ জেলার রানীনগর এলাকা থেকে ধান কেটে কয়েকজন শ্রমিক সিএনজি করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দাদড়া নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে জয়পুরহাটের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম