সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ কিশোর আহত
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৪, ০৪:২৫ পিএম
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। দুইজনই কিশোর। শনিবার বিকালে সীমান্ত পিলার- ৪৭/৪৮-এর মধ্যবর্তী শূন্য লাইন থেকে আনুমানিক ৩০০ মিটার মিয়ানমারের ভেতরে বান্ডুলা নামক ক্যাম্পের কাছে এ বিস্ফোরণ হয়।
আহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি গ্রামের মৃত মোহাম্মদের ছেলে নুরুল আবছার (১৮) ও কম্বনিয়া গ্রামের আলী আহমদের ছেলে মো. বাবু (১৭)।
তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক।
স্থানীয়রা জানান, আহতরা চোরাকারবারি। তারা ইয়াবা এবং গরু কেনার জন্য মিয়ানমারের ভেতরে ঢুকার পর স্থলমাইন বিস্ফোরণে আহত হয়।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, আহত দুইজনের মধ্যে একজন তার এলাকার; অপরজন পার্শ্ববর্তী কম্বনিয়া গ্রামের বাসিন্দা। তাদের কক্সবাজারে চিকিৎসা দেওয়া হচ্ছে।