Logo
Logo
×

সারাদেশ

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৪, ০১:১৮ পিএম

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী সীমান্তে হারুন অর রশীদ (২৩) নামে বাংলাদেশি এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

স্থানীয়রা জানান, শনিবার বিকালে উপজেলার বেউরঝারী সীমান্তের বিপরীতে ভারতের বড়বিল্লাহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। হারুন অর রশীদ উপজেলার বড়পলাশবাড়ী ইউপির খেরবাড়ী বাদামবাড়ী গ্রামের সুলতান আলীর ছেলে। 

৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীম আহম্মেদ জানান, আটক যুবক হারুন তিন মাসে আগে ওই দেশটির এক মেয়েকে বিয়ে করেন। অবৈধভাবে শ্বশুরবাড়ি বেড়াতে গেলে বিএসএফ তাকে আটক করে। এরপর ভারতে অনুপ্রবেশের অভিযোগে হারুনকে সে দেশের আইন অনুযায়ী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।

বড়পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ বলেন, খেরবাড়ীটি ভারত সীমান্ত লাগোয়া। এ গ্রামের অনেকের আত্মীয়-স্বজন আছে ভারতে। কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মীদের বাড়িতে বেড়াতে যান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম