Logo
Logo
×

সারাদেশ

হাসান আজিজুল হক সাহিত্য পুরস্কার পেলেন ৬ গুণিজন

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৪ মে ২০২৪, ১১:১০ পিএম

হাসান আজিজুল হক সাহিত্য পুরস্কার পেলেন ৬ গুণিজন

প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ভারত ও বাংলাদেশের শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণে এ উৎসব অনুষ্ঠিত হয়। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশের ছয়জন কৃতী সাহিত্যিককে ছয়টি ক্যাটাগরিতে ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব-২০২৪’ পদক দেওয়া হয়। 

তারা হলেন কবি জুলফিকার মতিন (কবিতা), আখতার হুসেন (শিশুসাহিত্য), অধ্যাপক গোলাম কবির (প্রবন্ধ সাহিত্য), ড. কানাইলাল রায় (গবেষণা), ফেরদৌস হাসান (কথাসাহিত্য) ও রাশেদা খালেক (ভ্রমণ সাহিত্য)। পদকপ্রাপ্ত এই ছয় গুণিজনকে পুষ্প, উত্তরীয়, সনদপত্র, ক্রেস্ট ও অর্থমূল্য প্রদান করা হবে।

অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার হাসান আজিজুল হকের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। 

উপস্থিত ছিলেন-উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডেসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ।

অনুষ্ঠানের ২য় পর্বে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ছিল শিশুসাহিত্য বিষয়ক আলোচনা ও আবৃত্তি। ৩য় পর্বে সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কথাসাহিত্যিক বিষয়ক আলোচনা এবং ৪র্থ পর্বে দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত মুক্ত গদ্য পাঠ করা হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম