চলন্ত ট্রাকে ড্রাইভারের মৃত্যু, অতঃপর...
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৪, ১০:৫৩ পিএম
ছবি: যুগান্তর
সীতাকুণ্ডে চলন্ত ট্রাকে স্ট্রোক করে এক ট্রাকচালকের মৃতু্য হয়েছে। তার নাম মো. আব্দুল মান্নান। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বাসিন্দা। শনিবার বেলা পেৌনে ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট চেয়ারম্যান ঘাটায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রামমুখী মালবোঝাই একটি ট্রাক মহাসড়কে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি প্রথমে সামনে থাকা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয় ও পরে একটি প্রাইভেটকারকে চাপা দিয়ে থেমে যায়। প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। কারে থাকা ৩ শিক্ষার্থী সামান্য আহত হন। আশপাশের লোকজন দেখতে পান ট্রাকের কোনো ক্ষতি না হলেও চালক মৃত অবস্থায় সিটেই পড়ে আছেন। শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই।
স্থানীয় লোকজনের ধারণা, চালক কোনো একসময় স্ট্রোক করে মারা গেছেন। আহত যাত্রীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। চালকের লাশ ময়নাতদনে্তর জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ। তিনি জানান, প্রাইভেট কার ও ট্রাকটি থানায় রাখা হয়েছে।