Logo
Logo
×

সারাদেশ

নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না: ইসি রাশেদা

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৪, ১১:০১ পিএম

নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না: ইসি রাশেদা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আবারো জোর দিয়ে বলেছেন, নির্বাচনি আইন যারা মানবেন না, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনি ব্যবস্থা নেবে। এমনকি প্রভাবশালীরা নির্বাচনে কোনোরকম প্রভাব বিস্তারের চেষ্টা করলে তাদেরও ছাড় দেওয়া না। তিনি এমপি মন্ত্রী যেই হোক। নির্বাচন কমিশন কিন্তু এত দুর্বল নয়।

বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সব উপজেলা প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ইসি রাশেদা সুলতানা এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে সাধারণ মানুষের কাছে যে হেনস্তা করবে, নির্বাচনকে কলুষিত করবে, দেশের ভাবমূর্তি যে নষ্ট করবে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে।

রাশেদা সুলতানা বলেন, দেশের নিদারুণ বাস্তবতা হলো ভোটারদের সঙ্গে প্রার্থীদের সম্পর্ক ভালো নেই। তাই ভোটার ছাড়া ভোট হয়ে যাবে- ওই দিন চলে গেছে। তাই প্রার্থী যারা আছেন তারা ভোটারদের কাছে যান, তাদের সঙ্গে সম্পর্ক ভাল করেন। তাদের কাছে টেনে নেন। তাদের ভোটেই আপনাকে নির্বাচিত হতে হবে। নির্বাচনি আইন মেনে প্রচারণা করেন। নির্বাচন কমিশন যেকোনো মূল্যে ভালো ভোট করবে।

এক পর্যায়ে রাশেদা সুলতানা বলেন, নির্বাচনে সাংবাদিকদের কোনো কাজে বাধা দেওয়া যাবে না। বাধা দিলে তাকে বা তাদেরও আইনের আওতায় আনা হবে।

স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান। আরও বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ বিজিবির সিইও গোলাম কিবরিয়া, পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান ও পুলিশ সুপার আকবর আলী মুনসী।

পাবনা জেলা প্রশাসনের আয়োজনে এ মতবনিমিয় সভায় পাবনা জেলার ৯টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম