Logo
Logo
×

সারাদেশ

রাজবাড়ীতে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৪, ০৯:৫২ এএম

রাজবাড়ীতে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

রাজবাড়ীতে একটি মালবাহী ট্রেন (স্টোর ভ্যান) লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ২নং রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এতে মেইন লাইন ব্লক হয়ে যাওয়ায় আপাতত রাজবাড়ীর সঙ্গে ঢাকা, রাজবাড়ী-দৌলতদিয়া, রাজবাড়ী-খুলনা রুটে রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলস্টেশনের স্টেশনমাস্টার তন্ময় কুমার দত্ত।

তিনি বলেন, মালবাহী ট্রেনটি খুলনা থেকে ছেড়ে এসেছিল। এটি সকালে রাজবাড়ীর ২নং রেলগেট এলাকার ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে (সিক লাইন) ঢোকার সময় লাইনচ্যুত হয়। আপাতত এই রুটে সব রেল যোগাযোগ সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। 

তিনি আরও বলেন, পোড়াদহগামী লোকাল শাটল ট্রেন পাঁচুরিয়া রেলস্টেশনে আটকে আছে। রাজবাড়ীতেই উদ্ধারকারী রিজার্ভ ট্রেন রয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা যাবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম