Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৪, ১০:২০ পিএম

টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল

সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর যুবদলের নেতাকর্মীরা।

বুধবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজুর নেতৃত্ব বিক্ষোভ মিছিলে অংশ নেন নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে যুবদলের নেতাকর্মীরা বলেন, সুলতান সালাউদ্দিন টুকুকে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই মুক্ত করে আনা হবে। এই অবৈধ সরকারের কাছে মুক্তির দাবি জানানো হবে না। আমাদের আন্দোলন চলবে।

মিছিলে আরও অংশ নেন গাজীপুর মহানগর যুবদলের টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, পুবাইল থানা যুবদলের আহবায়ক মজিবুর রহমান রাজীব, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ফয়সাল হোসেন, সদর মেট্রো থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান বেলায়াত, বাসন থানা যুবদলের আহবায়ক মনিরুজ্জামান মনির, টঙ্গী পূর্ব থানার সিনিয়র  যুগ্ম আহবায়ক বেনজির রহমান খান পিন্টু, গাছা থানা যুবদলের সদস্য সচিব  ইফতেখার আহমেদ রিপন, গাজীপুর মহানগর যুবদলের সদস্য আবু সালেহ, টঙ্গী পশ্চিম থানা যুবদল নেতা আজিজুর রহমান টিপু প্রমুখ। 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন মামলায় সাড়ে সাত বছরের সাজা দেওয়া হয় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম