Logo
Logo
×

সারাদেশ

হবিগঞ্জে হারুন আহম্মদ হত্যা মামলায় ৭ জনের ফাঁসি

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ১০:২৫ পিএম

হবিগঞ্জে হারুন আহম্মদ হত্যা মামলায় ৭ জনের ফাঁসি

হবিগঞ্জে হারুন আহম্মদ হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক আজিজুল হক এ রায় দেন। মামলায় আরও ১০ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেওয়া হয়। তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন-জয়নাল মিয়া, মিলন আহমেদ, আবুল ফজল, কুতুব উদ্দিন, রফিক মিয়া, জাকির হোসেন ও আব্বাস উদ্দিন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন-ছায়েদ আলী, মিজাজ আলী, মতলিব মিয়া, কুতুব উদ্দিন, আবুল কালাম, জিয়াউর রহমান, আয়াত আলী (পলাতক), ইছাক আলী, জজ মিয়া ও ইব্রাহিম।

সদর উপজেলার হুরগাঁও গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মিলন আহমেদ এবং হারুন আহমেদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ২০০৩ সালে ইউপি নির্বাচনের পর এ বিরোধ আরও তীব্র হয়। ওই বছরের ১৪ ফেব্রুয়ারি সকালে হারুন আহমেদসহ ৭-৮ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদকে দাওয়াত দিতে যান। এ সময় পথে মিলন আহমেদের নেতৃত্বে ৪০-৫০ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় হারুন আহমেদ ঘটনাস্থলেই মারা যান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম