
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০১:১০ পিএম
মাধবদীতে প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ১০:১১ পিএম

আরও পড়ুন
নরসিংদীর মাধবদীতে প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিক দীন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে; অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীন মঙ্গলবার দুপুরে এই রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, খাদিজা বেগম মাধবদীর একটি কারখানার শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। স্বামী সন্তান না থাকায় নিহত খাদিজা বেগম মাধবদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। কাজের সুবাদে দীন ইসলাম নামে এক শ্রমিকের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় এরপর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে খাদিজা বাসায় যাতায়াত শুরু করেন দ্বীন ইসলাম। এরই মধ্যে খাদিজা বিয়ের জন্য দ্বীন ইসলাম চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে উভয়ের মধ্যে মতবিভেদ দেখা দেয়।
২০১৮ সালের ১৩ মে খাদিজার বাসায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের মা আলিমুন্নেছা মাধবদী থানা একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত ও মোবাইল ট্রাকিংয়ের সূত্র ধরে প্রেমিক দ্বীন ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারের পর দ্বীন ইসলাম হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে বিচারক অভিযুক্ত প্রেমিক দ্বীন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।