Logo
Logo
×

সারাদেশ

ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিতের আহবান ইসি রাশেদার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ পিএম

ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিতের আহবান ইসি রাশেদার

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। প্রার্থীদের নির্বাচন বিধিমালা মেনে চলার পাশাপাশি ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করার আহবান জানান তিনি।

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে রোববার সকালে গাইবান্ধায় প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

মতবিনিময় সভায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধা জেলার সাতটি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের প্রার্থীরা অংশ নেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, রংপুর বিভাগের পুলিশ প্রধান উপ-মহাপুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন, পুলিশ সুপার মো. কামাল হোসেন, উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদসহ জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম