Logo
Logo
×

সারাদেশ

ভাণ্ডারিয়ায় স্কুল খোলার প্রথম দিনে দাবদাহে শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ

Icon

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ০৭:৪৭ পিএম

ভাণ্ডারিয়ায় স্কুল খোলার প্রথম দিনে দাবদাহে শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্রচণ্ড দাবদাহে এক শিক্ষক ও দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। স্কুল-মাদ্রাসা খোলার প্রথম দিন রোববার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

দুপুর ১২টার দিকে উপজেলার নয়াখালী মাটিভাংগা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রচণ্ড গরমে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাসেল অসুস্থ হয়ে পড়লে তাদের দুজনকেই স্থানীয় চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী মারিয়া (১৪) অসুস্থ হয়ে পড়লে তাকে ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বিদ্যালয়গুলোতে উপস্থিতি ছিল কম। অভিভাবকরা এ অবস্থায় বেলা ১০টা-৪টার পরিবর্তে সকালে (মর্নিং ক্লাস) পাঠদানের দাবি জানিয়েছেন।

এদিকে সকালে ভাণ্ডারিয়া সরকারি কলেজ মাঠে এবং গৌরীপুর ইউনিয়নে (একটি মাঠে) বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করা হয়। এতে শত শত মুসল্লি অংশ নেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম