Logo
Logo
×

সারাদেশ

পূবাইলে জানালা কেটে দুর্ধর্ষ ডাকাতি, ৭ ভরি সোনা টাকা মালামাল লুট 

Icon

গাজীপুর মহানগর প্রতিনিধি 

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ০১:০০ পিএম

পূবাইলে জানালা কেটে দুর্ধর্ষ ডাকাতি, ৭ ভরি সোনা টাকা মালামাল লুট 

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ডের সুটিংস্পট খ্যাত ভাদুনে আরমান সরকারে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

মাত্র ১ ঘণ্টায় ডাকাতেরা লুট করে নেয় দুটি এলইডি টিভি, ৭ ভরি সোনা, নগদ ৫০ হাজার টাকা, ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, চার্জার ফ্যান, ভোটার আইডি কার্ড, ব্যাংকের কাগজপত্রসহ মূল্যবান কাপড়চোপড়। ভুক্তভোগীর অভিযোগ সোনাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে। 

ঘটনাস্থলে গেলে স্কুল শিক্ষিকা পাপিয়া ও তার কলেজ পড়ুয়া ছেলে এস এম রাজিন সরকার রিহান জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির জানালার গ্রীল কেটে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ জন ঘরে প্রবেশ করে। পিস্তল ও দেশীয় অস্ত্র মাথায় ঠেকিয়ে বাড়িতে থাকা ৭ বছরের আলফিন, কলেজ পড়ুয়া ছেলে এস এম রাজিন রিহানকে মাথায় পিস্তল ঠেকিয়ে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তারা আরমান সরকারের ঘরে সন্তানদের সামনে ফেলে দিয়ে বলে আলমারির চাবি দাও। এরপর পাপিয়াকে মাথায় পিস্তল ঠেকিয়ে চাবি দিতে বলে। ছেলের রক্ত দেখে মা গলার স্বর্ণের চেইনসহ আলমারির চাবি ডাকাতদের হাতে তুলে দেন। এসময় সবাইকে হাত-পা বেঁধে শয়নকক্ষে তালা মেরে রেখে দেয় ডাকাতরা। পাপিয়া জানান, ঘরের ভেতরে ৪ জন প্রবেশ করে বাইরে থাকা অনুমানিক ৪-৫ জনকে মালামাল হস্তান্তর করে। 

ভোর ৩ টার পর ডাকাতেরা চলে যাওয়ার সময় বলে যায় বাড়ির বাইরে আমাদের ৫-৬ জন পিস্তল হাতে পাহারায় আছে। ২০ মিনিটের আগে বাইরে বের হওয়ার চেষ্টা করলে গুলি করে দেবে। ডাকাতদের চলে যাওয়ার ২০ মিনিট পর সবার বাঁধন খুলে দিলে প্রতিবেশীদের জানালে পুলিশ খবর দেই।

এ বিষয়ে পূবাইল থানার ওসি কামারুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম