রাসায়নিক দ্রব্যে পাকানো ৪০০ কেজি আম বিনষ্ট
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১১:১৩ পিএম
![রাসায়নিক দ্রব্যে পাকানো ৪০০ কেজি আম বিনষ্ট](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/04/27/image-799303-1714238027.jpg)
সাতক্ষীরার কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো ৪০০ কেজি আম জব্দের পর জনসম্মুখে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামের মুনসুর আলীর ছেলে আজিজুল ইসলামের গোডাউনে এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী বলেন, কৃষ্ণনগর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আম বিষাক্ত কেমিক্যালের সাহায্যে পাকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে বলে জানতে পারি। এর প্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীনকে সঙ্গে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর বাজার এলাকার ব্যবসায়ী আজিজুল ইসলামের গোডাউনে অভিযান পরিচালনা করি। সেখান থেকে কৃত্রিমভাবে পাকানো ৪০০ কেজি অপরিপক্ব আম জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগে পালিয়ে যান অসাধু ব্যবসায়ী আজিজুল ইসলাম। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমগুলো গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।