Logo
Logo
×

সারাদেশ

মানিকগঞ্জে অনিরাপদ ভোজ্যতেল বিক্রয় বন্ধের দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১০:৫৩ পিএম

মানিকগঞ্জে অনিরাপদ ভোজ্যতেল বিক্রয় বন্ধের দাবি

মানিকগঞ্জে অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুডগ্রেডবিহীন ড্রামের ভোজ্যতেল ক্রয়-বিক্রয় বন্ধের দাবিতে জনসচেতনতামূলক মানববন্ধন ও জনসাধারণের মাঝে খাবার স্যালাইন পানি বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর আয়োজনে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর অসহনীয় তীব্র গরমের কারণে সাধারণ মানুষ ও রিকশা-অটোচালকদের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।

এসময় ক্যাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সম্পাদক সামছুন্নবী তুলিপ, প্রেস ক্লাবের সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জাহাঙ্গীর আলম বিশ্বাস, মনিরুল ইসলাম মিহির, বিএম খোরশেদ ও আজিজুল হাকিমসহ ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম