Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইল শাড়ি ও পোড়াবাড়ির চমচমের জিআইপণ্য সনদ পেল

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৪০ পিএম

টাঙ্গাইল শাড়ি ও পোড়াবাড়ির চমচমের জিআইপণ্য সনদ পেল

টাঙ্গাইল শাড়ি ও পোড়াবাড়ির চমচম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য সনদ পেয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হাত থেকে সনদপত্র গ্রহণ করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, টাঙ্গাইল শাড়ির ভৌগোলিক নির্দেশিকার (জিআই) সনদ পেতে সব আইনি প্রক্রিয়া অনুসরণ ও আইনজীবী নিয়োগ করা হয়েছে। 

এটি বাংলাদেশের নিজস্ব পণ্য এবং এর জিআই সনদ বাংলাদেশেরই থাকবে বলেও সাংবাদিকদের জানান তিনি। 

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেন, টাঙ্গাইল শাড়ি ও পোড়াবাড়ির চমচমের পাশাপাশি মধুপুরের আনারস, জামুর্কীর সন্দেশ, নারান্দিয়ার মুড়ি, ইন্দুটির দই ও টাঙ্গাইলের কাঁসা-পিতলসহ জেলার অন্যান্য প্রসিদ্ধ পণ্যের জিআই স্বীকৃতি অর্জনের জন্য ইতোমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জেলা প্রশাসন কর্তৃক নানাবিধ কার্যক্রম গ্রহণের কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ চলমান রয়েছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম