Logo
Logo
×

সারাদেশ

ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৫:২৫ এএম

ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি

কমলনগর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরকারি মোবাইল নাম্বার ক্লোন করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ইউএনও তার অফিসিয়াল ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চত করেন।

জানা গেছে, ইউএনওর সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী আব্দুর রহমান দিদার ও মাওলানা খালেদ সাইফুল্লাহর মোবাইলে ফোনে কল করে নিজেকে কমলনগরের ইউএনও পরিচয় দেয়। এতে সন্দেহ হলে মাওলানা খালেদ সাইফুল্লাহর ছেলে নুরুল্লা খালেদ ইউএনওকে বিষয়টি অবগত করেন। পরে নাম্বারটি ক্লোন হয়েছে বুঝতে পেরে নিজের ভেরিফাই আইডি থেকে সতর্কতামূলক একটি পোস্ট করেন ইউএনও।

ইউএনও সুচিত্র রঞ্জন দাস জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থীর মোবাইলে ইউএনও কমলনগরের পরিচয় দিয়ে নির্বাচন সহযোগিতা করার নামে টাকা দাবি করা হয়। তাদের সন্দেহ হওয়ায় তারা আমাকে ফোন করে বিষয়টি জানান। পরে নাম্বারটি ক্লোন করা হয়েছে বুঝতে পেরে যাতে ওই নম্বর থেকে কারো কাছে ফোন গেলে সবাই সর্তক থাকেন সে বিষয়ে নিজের আইডি থেকে পোস্ট দেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম