Logo
Logo
×

সারাদেশ

রানা প্লাজা ধসের ১১ বছরে নিহতদের স্মরণ: এখনো দায়ীদের বিচার না হওয়ায় ক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন, সাভার

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১২:১৮ এএম

রানা প্লাজা ধসের ১১ বছরে নিহতদের স্মরণ: এখনো দায়ীদের বিচার না হওয়ায় ক্ষোভ

সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সকালে ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা জানাতে আসা নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরা ভবন মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি আহত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানানো হয়।

রানা প্লাজা ধসে আহত শ্রমিক তাসলিমা বলেন, ১১ বছর পরেও সেদিনের ঘটনা ভুলতে পারছেন না। সবসময়ই সেই দিনের কথা মনে পড়ে। মনে হয় আজীবন ভুলতে পারবেন না। তিনি বলেন, কেউ কিছু করল না আমাদের জন্য। এখন বোতল কুড়ায়ে খাই। পা ভাঙা। কোনো কাজ করতে পারি না। ১১ বছর কী করল সরকার? বছর হলেই নেতারা আসে। ছবি তোলে। কিছুই পেলাম না। বিচারও হলো না। আমাদের এমন যারা করল তাদের বিচার হলো না।

অন্যদিকে শ্রমিক নেতারা বলছেন, সরকারের সদিচ্ছার অভাবেই এখনও শ্রমিকরা ন্যায্য পাওনা বুঝে পাননি। এজন্য উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। 

বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, রানা প্লাজা ধসের ১১ বছর পার হচ্ছে। অথচ, এখনও শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও চিকিৎসা কোনোটাই হয়নি। আরও দুঃখজনক হলো, ১১ বছরেও এ ঘটনার সঙ্গে যারা দায়ী তারা দিব্যি ব্যবসা-বাণিজ্য করছেন। আমরা চাই অবিলম্বে রানা প্লাজা শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, চিকিৎসা নিশ্চিত করতে হবে। এ ঘটনার সঙ্গে দায়ীদের বিচার করতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম