Logo
Logo
×

সারাদেশ

রেলের ভাড়া বৃদ্ধি করা হয়নি, ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে: রেলমন্ত্রী

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১০:৫৭ পিএম

রেলের ভাড়া বৃদ্ধি করা হয়নি, ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে: রেলমন্ত্রী

বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলের ভাড়া বৃদ্ধি করা হয়নি। সরকারি ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে শিল্প ও বাণিজ্য মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

মো. জিল্লুল হাকিম বলেন, রাজবাড়ীর রেলের আজাদী ময়দানে একটি সুন্দর অডিটোরিয়াম করা হবে। এছাড়াও রাজবাড়ীকে রেলের শহরে স্থাপিত করা হবে।

তিনি আরও বলেন, রাজবাড়ী রেলস্টেশন ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে। খুব তাড়াতাড়ি এর টেন্ডার হবে।

রেলমন্ত্রী আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী রেলের কোনো কাজের অনুমোদন নিতে গেলে তিনি ফেলে রাখেন না। সেটা গুরুত্ব দিয়ে করে দেন। জনগণকে রেলের মাধ্যমে সস্তা সেবা দেওয়ার নির্দেশ ও তিনি দিয়েছেন। প্রধানমন্ত্রী যেভাবে দেশকে স্মার্টলি চালাচ্ছেন। এজন্য সবাই আমরা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তার সহধর্মিণী সাঈদা হাকিম, অনুষ্ঠানের উদ্বোধক রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলী, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী পৌরসভার মেয়র মো. আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডল প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম