ছাত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য
পিবিআই’র প্রতিবেদনে সস্ত্রীক ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপি অভিযুক্ত
খুলনা ব্যুরো
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ১১:০৬ পিএম
খুলনা নগরীর এক কলেজপড়–য়া ছাত্রীকে নিয়ে ফেসবুকে অশ্লীল মন্তব্য করায় চট্টগ্রামে কর্মরত ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপি লিয়াকত হোসেন (৫৭) কে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ৪ জানুয়ারি খুলনার সাইবার ট্রাইব্যুনালে লিয়াকত ও তার ২য় স্ত্রী কানিজ ফাতেমা মিম্মা (৩২) কে অভিযুক্ত করে এ প্রতিবেদন দেওয়া হয়।
বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক কণিকা বিশ্বাস ওই প্রতিবেদন আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।
তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশের পরিদর্শক আব্দুল্লাহ-আল-মামুন বিশ্বাস জানান, আইনি তদন্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার দুইজন বিবাদী/আসামির বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯(১) ধারার অপরাধের প্রমাণ মিলেছে। তদন্তের পর ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করা হয়েছে।
মামলার বিবরণী থেকে জানা গেছে, খুলনা নগরীর এক কলেজপড়–য়া ছাত্রীকে নিয়ে ফেসবুকে অশ্লীল মন্তব্য করেন এএসপি লিয়াকত ও তার ২য় স্ত্রী। এ ঘটনার পর সামাজিকভাবে হেয় ও সম্মানহানি ঘটায় লোকলজ্জার ভয়ে ওই কলেজছাত্রী মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি আত্মহত্যার চেষ্টার পর্যায়ে চলে যান। ওই ছাত্রীর পরিবার থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলার পরামর্শ দেন। এরপর ছাত্রীর বাবা ২০২৩ সালের ১৭ অক্টোবর খুলনা বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে এএসপি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন। ট্রাইব্যুনাল মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।
সমন জারির বিষয় নিয়ে এএসপি লিয়াকত বলেন, আমি এখনও এ বিষয়ে আদালতের কোনো কাগজ হাতে পাইনি।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের চট্টগ্রাম জোনের এসপি মোহাম্মদ সোলায়মান বলেন, তার বিরুদ্ধে সমন জারি হয়েছে কি না আমার জানা নেই। কোনো কাগজপত্র এখনো আমার কাছে এসে পৌঁছায়নি। আদালতের কোনো আদেশ হাতে পেলে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।