Logo
Logo
×

সারাদেশ

খুলনায় সাবেক কাউন্সিলরের বাড়িতে হামলা, গুলি

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ১০:০৫ পিএম

খুলনায় সাবেক কাউন্সিলরের বাড়িতে হামলা, গুলি

খুলনা সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টুর হামলা করা হয়েছে। ওয়ার্ডটির বর্তমান কাউন্সিলরের চাচা এবং তেল ব্যবসায়ী শেখ ফরহাদ হোসেনের অনুসারীরা এই হামলা করেছে। মেলায় জুয়া চালানো এবং জমি দখলের প্রতিবাদ করায় এই হামলা হয়েছে।

রোববার সকালে খালিশপুরের রাজধানীর মোড়ের একটি অফিসে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে সাবেক এই কাউন্সিলর জানান, একটি জমি দখল এবং ঈদের পর মেলার নামে জুয়া খেলার প্রতিবাদ করায় শেখ ফরহাদ হোসেনের নির্দেশে তার অনুসারীরা গত বৃহস্পতিবার রাম দা এবং শটগান দিয়ে গুলি করেন। এ সময় বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় ফরহাম হোসেনসহ বেশ কয়েকজনের নামে খালিশপুর থানায় হত্যা চেষ্টার মামলা করা হয়েছে। তবে এখনও কোনো আসামি ধরা পড়ছে না।

এই বিষয়ে কথা বলার জন্য ফরহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম