নলডাঙ্গা উপজেলা নির্বাচন
স্বামী চেয়ারম্যান স্ত্রী ভাইস চেয়ারম্যান প্রার্থী
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ১১:৩০ পিএম
![স্বামী চেয়ারম্যান স্ত্রী ভাইস চেয়ারম্যান প্রার্থী](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/04/20/image-796742-1713634245.jpg)
নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক তৌহিদুর রহমান লিটন। তার স্ত্রী শিরিন আক্তার নলডাঙ্গা উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান। এবারও তিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। বিজয়ের ব্যাপারেও তারা শতভাগ আশাবাদী। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন। তবে এবার স্বামী তৌহিদুর রহমান লিটনের প্রচারণা বেশি চালাতে দেখা যাচ্ছে।
নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, ৮ মে প্রথম ধাপের নির্বাচনে জেলা সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলা পরিষদে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নয়জন প্রতিদ্বন্দ্বিতাকারী হলেন- স্থানীয় এমপি শফিকুল ইসলাম শিমুলের কট্টোর বিরোধী বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. আসাদুজ্জামান আসাদ, এমপি শিমুলের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম ফিরোজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তৌহিদুর রহমান লিটন, জেলা কৃষক লীগের আহ্বায়ক খন্দকার জুয়েল ইমাম পিপলু, বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, জেলা আওয়ামী লীগের নেতা মো. রবিউল ইসলাম, আওয়ামী লীগ কর্মী আহমদ আলী শাহ, উপজেলা বিএনপির সহসভাপতি সরদার আফজাল হোসেন ও বিএনএফ নেতা মো. জিল্লুর রহমান।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন হলেন- মো. আখতার হোসেন, মো. খালেদ মাহমুদ, রায়হান হোসেন, রুবেল আহমেদ ও মো. সেলিম রেজা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতাকারী হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, বিএনপি নেত্রী সাবেক ভাইস চেয়ারম্যান মহুয়া পারভীন লিপি, মাসুদা পারভীন, রিনা পারভীন, রেনুকা হুজুর ও সাবিনা ইয়াসমিন।
স্বামী চেয়ারম্যান ও স্ত্রী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের ব্যাপারে নলডাঙ্গা উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার যুগান্তরকে বলেন, তিনি গত পাঁচ বছর মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। এবার তাই নিজের চেয়ে স্বামী তৌহিদুর রহমান লিটনের জন্য বেশি প্রচার চালাচ্ছেন। স্বামীর বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। স্বামীর জন্য শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরেও দাঁড়াতে পারেন বলে শিরিন আক্তার জানান।