সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে স্বজনের লিফলেট বিতরণ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ১১:০৩ পিএম
গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সড়ক আইন মানুন-সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হোন স্লোগানে শোভাযাত্রা, মানববন্ধন ও গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করে।
ঈদ পরবর্তী ৮টি সড়ক দুর্ঘটনা তুলে বক্তারা বলেন, এসব মৃত্যুর জন্য সড়কের অব্যবস্থাপনা, চালকের বেপরোয়া গতি ও অসচেতনতা মূল দায়ী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য দেন শম্ভুগঞ্জ জিকেপি কলেজের প্রভাষক সমিত্র শেখর চমন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ফুটবলার মোয়াজ্জেম হোসেন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. আজহারুল ইসলাম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের গৌরীপুর শাখা ব্যবস্থাপক মেহেদি হাসান, লেকচার পাবলিকেশন্সের গৌরীপুর প্রতিনিধি সুমন আহমেদ, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার প্রমুখ।