Logo
Logo
×

সারাদেশ

দাবদাহে টাঙ্গাইলে জীবনযাত্রা ব্যাহত

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৮:৫০ পিএম

দাবদাহে টাঙ্গাইলে জীবনযাত্রা ব্যাহত

টাঙ্গাইলে প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রার পারদ। শনিবার বিকাল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড রোদ ও গরমে নাকাল হচ্ছে জনজীবন। অসহ্য গরমে বিপর্যস্ত হয়ে উঠেছে প্রাণিকূল। 

জেলার হাসপাতালগুলোতে বেড়েছে গরমজনিত রোগীর সংখ্যা। তীব্র তাপে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। প্রয়োজনের তাগিদে ঘর থেকে বেরিয়ে কাজও করতে পারছেন না তারা। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা মেনে চলতে অনুরোধও করা হয়েছে। 

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভ্যাপসা গরমে মানুষ দাঁড়িয়ে থাকলেও ঘেমে যাচ্ছে। রোদের তীব্রতা বেশি হওয়ায় খুব অল্পতেই মানুষ হয়রান হয়ে যাচ্ছে। ফলে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। তাদের আয়-রোজগার বন্ধের উপক্রম। 

টাঙ্গাইল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, শনিবার বিকাল ৩টা পর্যন্ত জেলার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ২০ শতাংশ। এ রকম পরিস্থিতি আরও কয়েকদিন থাকবে। 

সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, বিশেষ প্রয়োজন না হলে ঘর থেকে বের হওয়া যাবে না। পর্যাপ্ত পরিমান পানি পান করতে হবে। বেশি ঘাম হলে ও উচ্চ রক্তচাপ না থাকলে স্যালাইন খেতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম