Logo
Logo
×

সারাদেশ

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত দেখে পালাতে গিয়ে আহত ৪

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০৮:১০ এএম

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত দেখে পালাতে গিয়ে আহত ৪

চুয়াডাঙ্গায় মোবাইলকোর্ট থেকে পালাতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ সদস্যসহ মোটরসাইকেলে থাকা তিন কিশোর আহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার হাতিকাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রতন ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় তিন কিশোরকে প্রাথমিক চিকিৎসা শেষে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের তিনজনের বাড়ি মেহেরপুর জেলার পিরোজখালী গ্রামে। তাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কবির হোসেন আহত পুলিশ সদস্যকে দেখতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যান এবং শরীরের খোঁজখবর নেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ বলেন, অননুমোদিত যানবাহন প্রতিরোধে চুয়াডাঙ্গা শহরতলির হাতিকাটা মোড়ে ভ্রাম্যমাণ আদালত চলছিল। এ সময় তিন কিশোর এক মোটরসাইকেলে দ্রুতগতিতে আসছিল। ভ্রাম্যমাণ আদালতে দায়িত্বরত এক পুলিশ সদস্য তাদের থামার সংকেত দেন। মোটরসাইকেল চালক না থামিয়ে গতি আরো বাড়িয়ে পালানোর চেষ্টা করে। দায়িত্বরত পুলিশ সদস্য রতন ইসলামকে ধাক্কা দিয়ে পালানোর সময় মোটরসাইকেলে থাকা তিন কিশোর ছিটকে পড়ে আহত হয়। পরে তিন কিশোরসহ পুলিশ সদস্যকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিন কিশোর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা শেষে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম