Logo
Logo
×

সারাদেশ

শেবাচিমের প্রিজন সেলে খুনের ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০৯:৪২ পিএম

শেবাচিমের প্রিজন সেলে খুনের ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের প্রিজন সেলে এক আসামির হাতে আরেক আসামি খুনের ঘটনায় ৩ কারা পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হত্যা মামলার আসামি মোতাহার নিহতের এ ঘটনায় ৩ কারা পুলিশের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলাও করা হয়েছে। এছাড়া এ ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায়।

সিনিয়র জেল সুপার বলেন, প্রাথমিক তদন্তে কারা পুলিশ সদস্যদের দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

১৪ এপ্রিল ভোরে শেবাচিম হাসপাতালের নিচতলার প্রিজন সেলে এ খুনের ঘটনা ঘটে। হত্যা মামলার আসামি নিহত মোতাহার ও একটি চুরি মামলার আসামি অজিত মন্ডলের ওপর হামলা করে তরিকুল ইসলাম। ঘটনার সময় ২ আসামিকে স্যালাইনের স্টিলের স্ট্যান্ড দিয়ে বেধড়ক পেটান তরিকুল ইসলাম। পরে আহতদের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১টায় মোতাহারের মৃত্যু হয়। অভিযুক্ত তরিকুল হত্যা মামলার আসামি ও মানসিক রোগী বলে জানিয়েছে পুলিশ এবং শেবাচিমের দায়িত্বরত চিকিৎসক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম