
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পিএম
পাঁচ দিন পর শুরু হলো ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ১০:৪০ পিএম

আরও পড়ুন
ভোমরা স্থলবন্দরে পাঁচ দিন পর শুরু হলো আমদানি-রপ্তানি কার্যক্রম। বুধবার থেকে শুরু হওয়া ঈদুল ফিতরের ছুটির পর সোমবার থেকে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
ভোমরা বন্দরে কর্মরত রবিউল ইসলাম বলেন, ‘ঈদের ছুটির পর আজ কাজ শুরু হলো। সব সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে। ছুটির পর প্রথম দিন ইন্ডিয়ান গাড়ির সংখ্যা কম আছে। তবে তা সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে।’
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, পাঁচ দিন ছুটির পর আজ প্রথম স্থলবন্দর খুলেছে। আমরা আশা করছি আজ প্রায় ৩০০ পণ্যবাহী ট্রাক বন্দরে পণ্য খালাসের জন্য ঢুকবে। এছাড়াও রপ্তানি পণ্য যাবে। আমাদের শ্রমিক ভাইদের হাতে কাজ থাকবে। ট্রান্সপোর্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পণ্য পৌঁছে যাবে।