Logo
Logo
×

সারাদেশ

দৌলতদিয়ায় ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০৫:৫২ পিএম

দৌলতদিয়ায় ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়

ঈদুল ফিতর শেষ। ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১টি জেলায় প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া লঞ্চঘাট প্রান্তে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

সোমবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটের বিআইডব্লিউটিএর ৫ টাকার প্রবেশ টিকিট কাউন্টারে উপচেপড়া ভিড় দেখা যায়।

মাগুরা থেকে ঢাকামুখী যাত্রী রোমান সালমান বলেন, ঈদে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলাম। অফিসের ছুটি শেষ হলে ভোরে বাড়ি থেকে রওনা হয়ে লঞ্চঘাটে এসেছি; ঘাটে কোনোরকম ভোগান্তি নেই। ভালোভাবেই ঢাকায় যেতে পারব।

রাজবাড়ীর পাংশা থেকে আসা ঢাকামুখী যাত্রী ফাতেমা আক্তার বলেন, সাভারের নবীনগরে গার্মেন্টসে চাকরি করি। মঙ্গলবার সকালে অফিস করব বলে তাড়াতাড়ি বাড়ি হতে রওনা হয়েছি। লঞ্চঘাটে ভোগান্তি নেই বলে জানান।

এ বিষয়ে দৌলতদিয়া লঞ্চঘাট মালিক সমিতির দায়িত্বরত ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, প্রতিটি লঞ্চে আমাদের যাত্রীসংখ্যা নির্ধারণ করেই ঘাট থেকে ছাড়ছে। লঞ্চে বাড়তি কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। বর্তমানে দৌলতদিয়া লঞ্চ ঘাটে ১৭টি লঞ্চ চলাচল করছে। লঞ্চঘাটে আরও তিনটি লঞ্চ বহরে রাখা হয়েছে, যাত্রীর সংখ্যা বাড়লে সেগুলো ব্যবহার করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম