Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ০৬:১৬ পিএম

বগুড়ায় আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

বগুড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় শহরের সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আসগার আলী ইমামতি করেন।

বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অর্ধ লক্ষাধিক মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এখানে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন প্রমুখ নামাজ আদায় করেছেন।

এছাড়া সকাল ৮টায় বগুড়া জিলা স্কুল মাঠে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ঈদের জামাত, সকাল ৯টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৬টায় জামিল মাদরাসায় সকাল ৮টায় সুলতানগঞ্জপাড়া সত্যপীরতলা ঈদগাহে, একই সময়ে আলামিয়াতলা ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৭টায় বৃন্দাবনপাড়া ঈদগাহ মাঠে, পৌনে ৮টায় মালতিনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, সকাল ৮টায় ধাওয়াপাড়া বাইতুস সালাম জামে মসজিদ সংলগ্ন ঈদগাহে, সকাল ৮টা ও সকাল ৯টায় ইসলামপুর হরিগাড়ি ঈদগাহে দুটি জামাত হয়েছে।

সকাল সাড়ে ৮টায় নারুলী বুদা প্রামানিক কেন্দ্রীয় ঈদগাহে, একই সময় মালগ্রাম-ছিলিমপুর ঈদগাহে, সকাল ৮টায় নিশিন্দারা কারবালা শাহী ঈদগাহে, একই সময়ে ফুলবাড়ি ও উত্তর মধ্যপাড়া গোরস্থান কেন্দ্রীয় ঈদগাহে, সকাল সাড়ে ৮টায় করোনেশন স্কুল ঈদগাহে, সকাল সাড়ে ৭টায় শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা মাদ্রাসা ঈদগাহে, একই সময় আশেকপুর ঈদগাহে এবং সকাল ৮টায় বেজোড়া দক্ষিণপাড়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এবার সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ব্যাপক সুসজ্জিত করা হয়েছে। চারটি গেইট দিয়ে মুসুল্লিরা মাঠে আসেন। এসব গেটে মেটাল ডিটেক্টর দরজা বসানো হয়। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেলার এক হাজার ৬০০ ঈদগাহ মাঠ ও মসজিদে মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। বিনোদন কেন্দ্রগুলোতে বিভিন্ন বয়সের মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম